Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন জিতেন্দ্র চৌধুরী

বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন জিতেন্দ্র চৌধুরী

সিপিআই-এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বুধবার আনুষ্ঠানিকভাবে বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের সাথে করমর্দন করে ত্রিপুরা বিধানসভার বিরোধী নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন৷প্রসঙ্গত ২০২৩ বিধানসভা নির্বাচনের পর প্রধান বিরোধী দল হিসাবে নির্বাচিত হয় তিপ্রামথা, কিন্তু তিপ্রামথা ক্ষমতাসীন শাসকের সাথে জোটে চলে যাওয়ায় বিরোধী দল হিসাবে স্বীকৃতি পায় বামফ্রন্ট। এদিন সংবাদ মাধ্যমকে নব নিযুক্ত বিরুধী দলনেতা জিতেন চৌধুরী জানান বিরোধীদলীয় নেতা শুধু সরকারের বিরোধিতা করেন না। সরকারের ভালো কাজের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে এবং ভুলত্রুটিগুলো তুলে ধরা হবে। চলমান কাজগুলো শেষ করতে এবং জনসমস্যার সমাধানে মনোযোগ দিতে সরকারের ওপর চাপ থাকবে।” তাছাড়া “বিরোধীদলীয় নেতা হিসেবে সরকারের ইতিবাচক পদক্ষেপকে সমর্থন করার জন্য আমি আমার দুই হাত বাড়িয়ে দেব। ক্ষমতাসীন সরকার ও বিধায়করা সরকারি কাজের ত্রুটি মেনে নিতে পারেন না। তাই বিরোধীদলীয় নেতা হিসেবে আমাকে সেই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। আমি একজন বিধায়ক হিসাবে এবং পূর্বে একজন সাংসদ হিসাবে আমার অভিজ্ঞতা দিয়ে বিনীতভাবে আমার কাজ করব,বলেও জানিয়েছেন শ্রী চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য