আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুণিত আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।লোকসভা নির্বাচন আসন্ন সবকিছু ঠিকঠাক থাকলে পরে আগামী সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্টক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় প্রতিটি রাজ্যের শুরু হয়েছে ভোটের জন্য প্রশাসনিক প্রস্তুতি এই ক্ষেত্রে পিছিয়ে নেই ত্রিপুরাও গত এক বছর ধরে চলছে এই প্রস্তুতি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পণিত আগরওয়াল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এই কর্মশালায় লোকসভা নির্বাচনে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার পদ্ধতিগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় নির্বাচনী নির্ঘণ্টা ও ঘোষণা হওয়ার সাথে সাথেই দেশজুড়ে চালু হবে মডেল কোড অফ কন্ডাক্ট। এই ক্ষেত্রেই সাংবাদিককে একটি উল্লেখযোগ্য ভূমিকা থাকে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পণিত আগরওয়াল।কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ এডিশনাল সিইও এবং অন্যান্যরা।