লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশজুড়ে সরগরম রাজনৈতিক পরিবেশ। জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে গিয়ে প্রতিটি রাজনৈতিক দলই সাংগঠনিক বিষয়ের উপর বিশেষ জোর দিচ্ছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি বরাবরের মতোই মন্ডল স্তর কিংবা বুথ স্তর থেকে শুরু করে দলের বিভিন্ন সেলের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।বুধবার বিজেপির সদর দপ্তরে চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন, চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাটসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে বিজেপি সরকার। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন চা শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার। এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শ্রমিকদের উন্নয়নে যে সকল কাজ করেছে, সেসব তুলে ধরে তার নিরিখে দাঁড়িয়ে ভোট চাইতে হবে শ্রমিকদের কাছ থেকে।