Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যআইজিএমে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

আইজিএমে সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

এক নবজাতক শিশুর মৃত্যুতে রোগী দলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে নাকি প্রসবের পর মারা গেছে তা স্পষ্ট নয়। গর্ভবতী মহিলা সুরশ্রী সরকারের পরিবার ইন্ডিয়া গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালের নার্স এবং ডাক্তারদের অবহেলার অভিযোগ করেছে। পরিবারের সদস্যরা খিঁচুনি ডেলিভারির জন্য আবেদন করেছিল কিন্তু মেডিকেল টিম আগ্রহী ছিল না। অবশেষে মৃত শিশুটিকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, মলয় নগর সাহা পাড়া এলাকার গর্ভবতী গৃহবধূ সুরশ্রী সরকার সাহাকে গতরাতে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়।আজ সকালে গৃহবধূর প্রসবের পর প্রথমে চিকিৎসক জানান, শিশু ও মা দুজনেই সুস্থ আছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি বলেন, শিশুটি মারা গেছে।এর জেরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরাও প্রথম দিন থেকেই নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তোলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য