রাতের আঁধারে ক্রমশই নিরাপত্তাহীনতায় ভুগছে শহর আগরতলা এবার চোরের ছুরিকাঘাতে রক্তাক্ত হলেন এক নির্মীয়মান বাড়ির নৈশ কেয়ারটেকার ঘটনা শনিবার গভীর রাতে রাজধানীর রামনগর পাঁচ নম্বর রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়ায়।প্রশ্ন চিহ্নের মুখে রাতের আঁধারে রাজধানী আগরতলার নিরাপত্তা ব্যবস্থা । পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন মহলের অভিযোগ বলদা খাল এবং আড়ালে আর ঘোষপাড়া ভয়াবহ ডাকাতির ঘটনার রেট কাটতে না কাটতেই এবার নিশ কুটুমবোদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক নির্মীয়মান বাড়ির নৈশ কেয়ারটেকার আহত যুবকের নাম বিপ্রজিত দাস রামনগর ৫ নম্বর রোড এলাকায় একটি বাড়ি ভাঙার কাজ চলছিল এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন বিপ্রজিত শনিবার গভীর রাতে সংশ্লিষ্ট বাড়িতে তিনজনের একটি চোরের দল হানা দিয়ে বাড়ি থেকে পুরনো রড চুরি করে নিয়ে যেতে উদ্ধত হয় এই সময় নৈশ প্রহরী বা নৈশ কেয়ারটেকার দলটিকে ধাওয়া করে তখন চোরদের মধ্যে একজন বিপ্রজিত কে ছুরি দিয়ে আঘাত করে তার পিঠের ছুরি আঘাত লাগে গভীর রাতে চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা এক নিরাপত্তাকর্মী এগিয়ে আসে তিনি পুলিশ এবং দমকল কর্মীদের খবর দেন খবর পেয়ে দমকল কর্মীরা এসে গুরুতর আহত বিপ্রজিত দাস কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় এদিন পাশের বাড়ির নৈশ প্রহরী জানান রাস্তায় নেমে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।উল্লেখ্য গত চার দিন আগে একই রাতে রাজধানীর বলদা খাল এবং আড়ালে আর ঘোষপাড়ায় পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে আড়ালে আর ঘোষপাড়ায় ডাকাত দলের হারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় একজন এই ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়ায় এর ৪৮ ঘণ্টা আগে খয়েরপুরের চাঁদপুর এলাকাতেও এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকার দল বাড়ির মালিক ও তার স্ত্রীর গলায় দালাল অবস্থা ধরে সবকিছু লুটপাট করে নিয়ে যায় এই দুই ঘটনার পর শনিবার গভীর রাতে রামনগর ৫ নম্বর রোডে এই ঘটনা ঘটলো সংশ্লিষ্ট ঘটনাগুলিকে কেন্দ্র করে রাতের আঁধারে শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ।