Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যকৃষক বন্ধুদের সুবিধার্থে জিরানীয়ার মাধব বাড়িস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে...

কৃষক বন্ধুদের সুবিধার্থে জিরানীয়ার মাধব বাড়িস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী

রাজ্যের কৃষকদের সুবিধার কথা চিন্তা করে তাদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২১টাকা ৮৩পয়সা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচি চলছে। এর অঙ্গ হিসেবে বুধবার পশ্চিম জেলার জিরানীয়া মহাকুমার কৃষকদের সুবিধার্থে সহায়ক মূল্যের ধান ক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরানীয়ার মাধববাড়িস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রানীরবাজার পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস, জিরানীয়া মহাকুমার অতিরিক্ত মহাকুমা শাসক সুশান্ত দেববর্মা প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা করে যাচ্ছে। ২৫ বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে অতীতের সরকার। রাজ্য সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে। যাতে করে কৃষকরা তাদের রোজগার বৃদ্ধি করতে পারে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ দেওয়া হচ্ছে। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি কৃষি মহকুমায় কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় তার ব্যবস্থাও করা হচ্ছে। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষক বন্ধুদের কাছ থেকে ধান ক্রয় করছে।ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-এর যৌথ উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে। প্রথম দিনেই ধান বিক্রি করার জন্য স্থানীয় এলাকার প্রচুর সংখ্যক কৃষকরা জড়ো হয়েছিলেন এই বিক্রয় কেন্দ্রে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য