দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পূর্বে আমরা গরিবদের কল্যাণে নানান প্রকল্পের কথা শুনে এসেছি কিন্তু কোনটাই লাগু হতো না, যখন 2014 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদি, গরীব কল্যাণে নানান কর্মসূচি এবং প্রকল্প বাস্তবায়ন করে এসেছেন। সেটা হোক জনধন যোজনা আর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প যোজনা, শনিবার ভগৎ সিং যুব আবাস কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী ধরমবির প্রজাপতি সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন আমাদের দেশের যুবকরা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন হোক সে সেলাই কিংবা বারবার, এই সমস্ত যুবকদের নিজেদের কাজে আরও দক্ষ করে তোলার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করেছেন যা পূর্বে কেউ ভাবে নি, এই প্রকল্পের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কর্মশালা চলাকালীন ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয় তারপর যুবকরা যে পেশার সাথে যুক্ত রয়েছে সেই পেশার সাথে যাতে আত্মনির্ভর হতে পারে সেদিকে লক্ষ্য রেখে ২ লক্ষ টাকা ৫% সুদে ঋণ দেওয়া হচ্ছে, একটিমাত্র মূল লক্ষ্য যুব সমাজ যদি আত্মনির্ভর হয় তাহলে তাদের সাথে সাথে আমাদের দেশ ও রাজ্য আত্মনির্ভর হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসা যুবক যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।