এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে সরকার। গ্রাম থেকে শহর সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আর্থিকভাবে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং সেন্টারও চালু করেছে শিক্ষা দপ্তর। রাজধানীর বনেদি স্কুল গুলির মধ্যে অন্যতম হলো রামনগর স্থিত বাণী বিদ্যাপীঠ স্কুল। বহু পুরনো এই স্কুলের সুনাম বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। শনিবার বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় জয়নগর স্থিত জয়পুরে। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্টেট এনএসএস অফিসার ডঃ চিত্তদীপ ভৌমিক, ডঃ ফনী সরকার, স্কুলের এমএসএস এর প্রোগ্রাম অফিসার শিক্ষক শ্যামলী দে সহ অন্যান্যরা। এদিনের শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রাজ্যে এনএসএস সেল বেশ গুরুত্বপূর্ণ পালন করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলছে এনএসএসের দায়িত্বপ্রাপ্তরা। শ্রী মজুমদার আরো বলেন, বাণী বিদ্যাপীঠ স্কুলের সুনাম বহু আগে থেকেই রয়েছে রাজ্যে। ভালো ফলাফলের সাথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ফনী সরকারের সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন। পরে মেয়র সহ অন্যান্য অতিথিরা শিবিরটি পরিদর্শন করে, বিভিন্ন বিষয় আসরের খোঁজখবর নেন। এদিনের এই শিবিরে এলাকার সাধারণ নাগরিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে কৌশল দেওয়া হয়।