রাজধানীর বটতলা বাজারকে আধুনিক বাজার হিসাবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই এর কাজ শুরু করা হবে। বুধবার বটতলা বাজারে এই কথা জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার সকালে রাজধানীর বটতলা বাজারে আসেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার। পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারী আধিকারীকদের নিয়ে বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে মিলিত হন মেয়র দীপক মজুমদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সহ বাজার সমিতির সদস্যদের সঙ্গে হয় মত বিনিময়। বটতলা বাজারকে পুনরায় ছন্দে ফিরিয়ে আনতে পুর নিগমের প্রয়োজনীয় উদ্যোগের কথা সভায় জানান মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বটতলা সহ রাজধানীর জিবি বাজার ও বর্ডার গোলচক্কর বাজারকে আধুনিক ব্যবস্থাপনায় সাজিয়ে তুলতে ইতিমধ্যেই স্মার্ট সিটি প্রকল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। চলছে সমীক্ষা সহ ডি পি আর তৈরীর কাজ। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারী অনুদান নিয়ে বলতে গিয়ে মেয়র জানান, সরকারের তরফ থেকে বটতলা বাজারে কারা কারা ব্যবসা করতেন তাদের নামের তালিকা ধরে সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেবে প্রশাসন। এদিন অগ্নিকান্ডের ঘটনায় প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার ঘুরিয়ে বামেদের মৃদু সমালোচনা করে বলেন, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা করবে সরকার। তার বক্তব্য,দীর্ঘ বাম আমলে এই বাজারটিকেআধুনিকীকরনের বিষয়ে তৎকালীন সরকার কোনও উদ্যোগ নেয়নি। বাজার সমিতির সঙ্গে মত বিনিময়ের সভায় ব্যবসায়ীদের তরফ থেকেও পুরনিগমের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন সমিতির সদস্যরা। পুর নিগম সব দিক খতিয়ে দেখেই বাজার আধুনিকীকরনের কাজে হাত দেবে বলে স্পষ্ট জানান মেয়র দীপক মজুমদার। এদিনের সভায় মেয়রের সঙ্গে ছিলেন নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস সহ অন্যান্যরা।