Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআসন্ন লোকসভা নির্বাচন ও সংবিধান প্রণেতা আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে গুচ্ছ কর্মসূচি গ্রহণ...

আসন্ন লোকসভা নির্বাচন ও সংবিধান প্রণেতা আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করতে সাংগঠনিক বৈঠকে মিলিত হলো ত্রিপুরা তপশিলি জাতি মোর্চা

বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি তপশিলি মোর্চার উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি তপশিলি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান সারা দেশের সাথে ত্রিপুরাতেও ডিসেম্বরের ৬ তারিখ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশক্রমে একমাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে উল্লেখযগ্য হল সংবিধান প্রণেতা ড: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন তথা সংবিধান গৌরব দিবস উদযাপন।তাছাড়া বাবাসাহেব আম্বেদকর দেশের জন্য যা করে গেছেন তার সুফল আমরা সকলেই পাচ্ছি , এবং বাবাসাহেব আম্বেদকরের জীবনকালে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন তা তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে তুলে ধরে হবে মূল লক্ষ্য। তার পাশাপাশি আগামী ১ তারিখ থেকে শুরু হতে চলেছে ‘প্রবাস’ এই প্রবাসের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যে সকল তপশিলি জাতি অংশের সংগঠন রয়েছে সেগুলিকে চাঙ্গা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে তপশিলি অংশের মানুষরা যেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দু হাত দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করেন তার জন্য তপশিলি অংশের মানুষদের জন্য প্রধানমন্ত্রী কি কি করেছেন তার রিপোর্ট কার্ড প্রত্যেক তপশিলি জাতি অংশের মানুষদের মধ্যে নিয়ে যাওয়া হবে বলে জানান। শুধু তাই নই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তপশিলি অংশের মানুষদের জন্য যে সমস্ত কাজ করছেন তা এর আগে কোনদিন অনুভব করতে পারেনি বলেও মত প্রকাশ করলেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য