আবার ও বহিঃরাজ্যে পাচার করতে গিয়ে আটক গাঁজা। ঘটনা রাজধানীর যোগেন্দ্রনাগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় বুধবার সকাল ৯টায় গোপন সূত্রের ভিত্তিতে শ্রীনগর থানার ওসির কাছে খবর আসে বহিঃরাজ্যে গাঁজা পাচার হচ্ছে বলে, তড়িঘড়ি তিনি থানার সেকেন্ড ওসিকে ঘটনাটি জানালে সেকেন্ড ওসি পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওসির নির্দেশক্রমে গাড়িটিতে তল্লাশি চালালে ৪টি প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়। তারপর পুলিশ গাড়িটিকে সিস্ করে থানায় নিয়ে আসে এবং আইন মোতাবেক মামলা গ্রহণ করে।