Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনারীদের উপর ক্রমাগত অত্যাচার বৃদ্ধির প্রতিবাদে সংঘটিত হলো সারা ভারত গণতান্ত্রিক নারী...

নারীদের উপর ক্রমাগত অত্যাচার বৃদ্ধির প্রতিবাদে সংঘটিত হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার ও শ্লীলতাহানির প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলে বের হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিনের মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে নারী গঠিত অপরাধ দমনে ব্যর্থ , কেননা যারাই এ ধরণের অপরাধ করছে তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারছেনা , তাই এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা আরো বেশি করে এ ধরণের ন্যাকারজনক ঘটনা ঘটিয়ে চলেছেন। তাছাড়া এদিনের বিক্ষোভ মিছিল থেকে নারী সমিতি দাবি তুলে যে এ ধরণের ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আটক করে কঠোর ব্যবস্থা গ্রহণের , তা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে নারী সমিতি বলে হুঁশিয়ারি দেন। এদিনের মিছিলে নারী সমিতির মা বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য