Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যস্বেচ্ছা রক্তদানে আবারো এগিয়ে এলো সদভাবনা সামাজিক সংস্থা

স্বেচ্ছা রক্তদানে আবারো এগিয়ে এলো সদভাবনা সামাজিক সংস্থা

দীর্ঘদিন ধরেই নানান সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সমাজের প্রতি নিজেদের যে দায়বদ্ধতা তা পালন করে আসছেন সদ্ভাবনা সামাজিক সংস্থা।প্রতিনিয়তই থাকছেন সমাজে পিছিয়ে পড়া এবং গরিব অংশের মানুষের সাথে। তার পাশাপাশি সামাজিক নানা কর্মসূচি রক্তদান, বস্ত্রদান , স্বাস্থ্য শিবির ইত্যাদি চালিয়ে আসছেন। তারই অঙ্গ হিসাবে শনিবার রাজধানীর এম বিবি ক্লাব প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন সদ্ভাবনা সামাজিক সংস্থা আর এটি তাদের দশম রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ,সমাজসেবী রাজিব ভট্টাচার্যসহ অন্যান্যরা। এদিন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা ছোট রাজ্য হলেও ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। আর এই রক্তের যোগান দেওয়া হয় রক্তদান শিবিরগুলোর মধ্য দিয়ে। মানুষের পাশে থেকে সামাজিক সংস্থাগুলো এই ধরনের রক্ত দান শিবিরের আয়োজন করছে। এটা একটা মহৎ কাজ ও রক্তদানের মধ্য দিয়ে মানবতা প্রমাণ হয়। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য