আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জোর দেওয়া হচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর। তারই পরিপ্রেক্ষিতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। সভার মধ্য দিয়ে রণকৌশল ও কিভাবে সংগঠনকে আরো মজবুত করা যায় এবং আগামী মাসে প্রিয়াঙ্কার গান্ধীর ত্রিপুরা সফর সে বিষয়ের উপর আলোচনা হয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।তছাড়া এদিন তিনি আরো বলেন, ত্রিপুরার প্রত্যেক সাংগঠনিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে দলীয় সংগঠনকে আরো বেশী শক্তিশালী করার জন্য এই সাংগঠনিক সভায় কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিনের সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।