শুক্রবার মাঝরাতে রাজ্যের উপর সামুদ্রিক ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ,শুক্রবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাংলাদেশের মংলা ও খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সামুদ্রিক ঝড়টির।সেই মুহূর্তে মিধিলি নামে পরিচিত হবে এই ঝড়টি এবং এর গতি থাকতে পারে ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ৭৫ কিলোমিটার৷। শুক্রবার মাঝ রাত থেকে শনিবার কাকভোর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ের প্রভাব পড়তে পারে। এই কারণে রাজ্যের গোমতী জেলা ,দক্ষিন ত্রিপুরা জেলা, সিপাহিজলা জেলা এবং ধলাই জেলাতে কমলা সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর ।দুর্যোগ মোকাবেলার জন্য আবহাওয়া দপ্তরের সাথে সংশ্লিষ্ট জেলা এবং মহকুমা প্রশাসন গুলি যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।আরো জানানো হয়েছে, সকাল দশটার পর থেকে দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজধানী আগরতলায় ৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । শুক্রবার সকালে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 21.2 ডিগ্রী সেলসিয়াস।