Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনভেম্বর বিপ্লব বর্ষকে সামনে রেখে সিপিআইএমের রক্তদান শিবির

নভেম্বর বিপ্লব বর্ষকে সামনে রেখে সিপিআইএমের রক্তদান শিবির

সোভিয়েত ইউনিয়নের ১০৭ তম নভেম্বর বিপ্লব বর্ষকে সামনে রেখে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করেছে সিপিআইএমের আগরতলা অঞ্চল কমিটি। সংগঠনের ধলেশ্বর কার্যালয়ে হয়েছে এই রক্তদান শিবি র। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট বুড়োর সদস্য মানিক সরকার ।উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা ।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সিপিআইএমের কর্মী সমর্থকরা এই রক্তদান শিবিরে উপস্থিত হন এবং স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তা এবং রক্তদাতাদের অভিনন্দন জানান সিপিআইএম পুলিট ব্যুরো বড় সদস্য মানিক সরকার ।তিনি বলেন, সোভিয়েত দেশের বিপর্যয় মানে সমাজতন্ত্রের বিপর্যয় নয় ।সেখানকার নেতৃত্বের বিপর্যয় ছিল ।সমাজতন্ত্রের কোন বিকল্প নাই ।কারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ ব্যর্থ । তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য