রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণের দিনেই পৃথক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ত্রিপুরার হাইকোর্টের নবনিযুক্ত দুই বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ ও বিশ্বজিৎ পালিত। বৃহস্পতিবার আগরতলায় ত্রিপুরা হাইকোর্টের কোর্ট নম্বর ওয়ানে নতুন দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। এখানে উল্লেখ্য, সুপ্রিম কোর্টের কলিজিয়াম বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ ও বিশ্বজিৎ পালিতের নিযুক্তিতে সুপারিশ করেছিল। গত ১৮ অক্টোবর তাতে অনুমোদন দেন দেশের রাষ্ট্রপতি। বিশ্বজিৎ পালের ত্রিপুরা সরকারের আইন সচিব এবং সব্যসাচী দত্ত পুরকায়স্থ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তার পদে দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনাক্রমে বিভিন্ন হাইকোর্টের বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতির নিযুক্তিতে সম্মতি প্রদান করেন। রাষ্ট্রপতি যে ১৭ জন বিচারপতিকে নিযুক্ত করেন, তাদের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে সব্যসাচী দত্ত পুরকায়স্থ ও বিশ্বজিৎ পালিতের নাম রয়েছে। তাই রাষ্ট্রপতির সম্মতি পাবার পর আনুষ্ঠানিকভাবে এই দুই বিচারপতি তাদের দায়িত্বভার গ্রহণ করলেন। এদিনের এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মুখ্য বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের অপর দুই বিচারপতি অমরনাথ গৌড় ও অরিন্দম লোধ ছাড়াও এক ঝাঁক সিনিয়র ও জুনিয়র আইনজীবী। নতুন দুই বিচারপতি শপথ নেওয়ার ফলে রাজ্যের বিচার প্রক্রিয়ায় আরো গতি আসবে বলে মনে করে তথ্য বিজ্ঞ মহল।