Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের কুড়িতম রাজ্যপাল হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

রাজ্যের কুড়িতম রাজ্যপাল হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

দেশের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত রাজ্যের নবনিযুক্ত কুড়ি তম রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বৃহস্পতিবার। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রাজভবনের দরবার হলে প্রথা মেনে নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, প্রনজিৎ সিংহ রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিরোধী দল সিপিআইএমের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আরো বিশিষ্টজনেরা। এছাড়াও ছিলেন নতুন রাজ্যপালের সঙ্গে আসা জাম্বু টিম। শপথ গ্রহণের পর ফের আরো একবার নতুন রাজ্যপালকে রাজ্য প্রশাসনের তরফে দেওয়া হয় গার্ড অব অনার। রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন সংবিধান মেনে ত্রিপুরাকে সার্বিক উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন তিনি। রাজ্য সরকারের সহযোগিতা নিয়েই তিনি কাজ করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য