উৎসবের মাঝেও রাজ্যে অব্যাহত রয়েছে দুর্ঘটনা। চারিদিকে মানুষ যখন উৎসবের আনন্দে মাতোয়ারা ঠিক তখন একাংশ যানচালকের বেপরোয়াগামী যান চলাচলের জন্য হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার দুর্ঘটনার কবলে পড়লো অসুস্থ রোগী পরিবহনকারী এম্বুলেন্স। আর এতে এম্বুলেন্সে থাকার রোগী ও তার পরিজনরা সহ গুরুতর আহত হলেন অ্যাম্বুলেন্স চালক। যাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে এখন আগরতলা জিবি হাসপাতালে। ঘটনা শুক্রবার গভীর রাতে রানিরবাজার এলাকায়। ঊনকোটি জেলার জেলা হাসপাতাল থেকে এদিন গুরুতর অসুস্থ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স গাড়িটি জিবির উদ্দেশ্যে রওনা দেয়। রানির বাজার এলাকায় অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি পন্যবাহি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। এতে অ্যাম্বুলেন্স থাকা রোগী নতুন করে যেমন আঘাতপ্রাপ্ত হয়, তেমনি গাড়িতে থাকা রোগীর পরিজনেরা সহ চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। আর এই দুর্ঘটনাকে ঘিরে রানির বাজার এলাকায় দেখাতে তীব্র চাঞ্চল্য।