Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমানুষের সমস্যা নিরসনে কাজ করতে হবে পুলিশকে - মুখ্যমন্ত্রী

মানুষের সমস্যা নিরসনে কাজ করতে হবে পুলিশকে – মুখ্যমন্ত্রী

একুশে অক্টোবর জাতীয় পুলিশ শহীদ দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হলো দিবসটি। কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা এডি নগর পুলিশ লেন মাঠে। ত্রিপুরা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহাসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ, ট্রাফিক পুলিশ, গৃহরক্ষী বাহিনী ও টিএস আর বাহিনীর জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।পরে সারা বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে শহীদ পুলিশ কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজদ্রোহীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করছেন পুলিশ। রাজ্যে এখন অন্যতম সমস্যা রোহিঙ্গা ও নেশা। এর বিরুদ্ধেও পুলিশ প্রতিনিয়ত সফলতার সাথে কাজ করে চলেছে। রাজ্য সরকার চাইছে অন্যান্য প্রদেশের সাথে রাজ্য উন্নত পুলিশ পরিকাঠামো গড়ে তুলতে। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরো বলেন পুলিশ সাধারণ মানুষের রক্ষা করার কাজে নিয়োজিত। কিন্তু মাঝেমধ্যে একাংশ পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। কেন এমনটা হবে সে নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন মানুষের সমস্যা নিরসনে কাজ করতে হবে। স্বচ্ছতার সাথে কাজ করলে সারা জীবন মনে রাখবে মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য