Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথ ভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আই টি...

ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথ ভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আই টি কোম্পানি ডিলোয়েট এর হার্টলেন্ড ত্রিপুরা নামে একটি প্রোগ্রামের উদ্বোধন হয় বৃহস্পতিবার

ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আই টি, রাজীব চন্দ্র শেখর বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামাজিক ক্ষমতায়ন ও ন্যায়বিচার, প্রতিমা ভৌমিকও। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আই টি, রাজীব চন্দ্র শেখর বলেন ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথ ভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আই টি কোম্পানি ডিলোয়েট এর হার্টলেন্ড ত্রিপুরা নামে একটি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। তা স্কিল ইন্ডিয়া, ফিউচার ইন্ডিয়া, এবং ডিজিটাল স্কিলস এর অন্তর্গত একটি প্রোগ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লক্ষ্য তা হল আগামী দিন যে সকল বিভিন্ন সুযোগ সুবিধা সামনে আসছে তা দেশের যুবারা তাদের দক্ষতার মাধ্যমে তা অর্জন করতে সক্ষম হয়। এর পাশাপাশি তিনি এদিন এমনটাও বলেন ত্রিপুরা রাজ্য বছরের পর বছর তার প্রাকৃতিক কারনের জন্য , ডিজিটাল অভাবের এবং প্রতিভার অপ্রতুলতার জন্য দেশের মুল অর্থনিতির ধারা থেকে দূরে ছিল। কিন্তু এই সাত আট বছরে প্রধানমন্ত্রী মোদী এ ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছেন। ডিজিটাল গত দিক থেকে অনেক অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব। প্রতিভা অন্বেষণে ডিজিটাল দক্ষতার প্রসারে ভারত সরকারের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান হল নেইলিট যা উত্তর পূর্বে রয়েছে। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে উত্তর পূর্বে যাতে ইনভেস্টমেন্ট আসে এবং কর্ম সংস্থান হয় সে দিকে লক্ষ্য রেখে এদিন একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি মনে করেন ডিলোয়েট এর পর এখানে আই বি এম, মাইক্রোসফট, এমন অনেক বড় বড় দেশীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি সমৃদ্ধ কোম্পানি আসবে। যাতে এর মাধ্যমে আগামী দিন আগরতলা একটি সেন্টার অব ইনোভেশন, সেন্টার অব টেকনোলজি হিসেবে উঠে আসে। এই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন পুনে যেমন আই টি হাব তেমন সুযোগ সুবিধা আমাদের রাজ্যেও রয়েছে। এর পাশাপাশি আই টি অর্থাৎ ইন্টারনেট গেইট ওয়ে আগরতলা দিয়েই গিয়েছে। এর সুযোগ আমাদের নেওয়া প্রয়োজন। রাজ্যের যুবক যুবতীদের তৈরি করে এর মাধ্যমে কি ভাবে সামনের দিনগুলিতে আরও সুযোগ সুবিধা নেওয়া যায় এর জন্যই এই কর্মসূচি। আগামিদিন যাতে আগরতলাও আই টি হাব হয় যে সুযোগ রাজ্যে রয়েছে তা যাতে আমরা করতে পারি বলেও এদিন জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য