উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করা ছাড়াও সমবায় দপ্তরের একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ ।শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা নর্থ ইস্ট কাউন্সিলের ৭২ তম প্লেনারি অধিবেশন শুরু হচ্ছে আগরতলায়। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন এনইসি’র চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। রাজ্য সফরকালে সমবায় দপ্তরের গুচ্ছ কর্মসূচি তেও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জাতিসংঘ 2025 বছরটিকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা দিয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় দপ্তরের উদ্যোগে সমবায় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,সাংসদ বিপ্লব কুমার দেব, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডঃ আশীষ কুমার বোটানি এবং রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
সাংবাদিক সম্মেলনে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও জানান ,সমবায় সম্মেলন আগামী ২২ ডিসেম্বর বেলা দুটো থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। তবে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 3:30 মিনিটে ।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।এই অনুষ্ঠানে 18 টি বিভিন্ন দপ্তরের স্টল খোলা হবে ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই স্টল গুলি পর্যবেক্ষণ করবেন। দুটি মোবাইল ভ্যানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।সমবায় দপ্তর থেকে 50 টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করবেন তিনি ।এছাড়া উদয়পুরের ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিমার ফেডারেশন নির্মিত নতুন পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। একই অনুষ্ঠানে ধলাই জেলার হাদুকলয়ে ব্রু রি সেটেলমেন্ট এলাকায় একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্বোধন করবেন তিনি। এছাড়া মোহনপুরের কাতলামারায় একটি লেম্পস এবং এডিনগরের ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের স্মার্ট প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২২ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনের অনুষ্ঠানে দুটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিক ফেডারেশন বা ncof এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ডেভেলপমেন্ট এজেন্সির মধ্যে এই দুটি মৌ স্বাক্ষরিত হবে ।এছাড়া ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এন সি সি এফ এল এই অনুষ্ঠানে বিভিন্ন বীজ বিতরণ করবে। এর সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ।