রাজ্যে চলছে এখন উৎসবের হাওয়া। শারদীয়া উৎসবের আনন্দে গা বাসাতে এখন মরিয়া আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে রাজ্যের সব অংশের মানুষ। ইতিমধ্যেই সেজে উঠেছে প্রতিটি ক্লাবের পূজো মন্ডপ। তিথি মেনে মন্ডপে মন্ডপে এখন শুধু পুরোহিতের মন্ত্র উচ্চারণের প্রতীক্ষায় প্রত্যেকে। এর মধ্যেই দিকে দিকে চলছে এখন বিগ বাজেটের উদ্যোক্তাদের প্যান্ডেল উদ্বোধন পর্ব। চতুর্থীর পর পঞ্চমীতেও রাজধানী আগরতলা শহরে একাধিক প্যান্ডেল দর্শনার্থীদের জন্য উন্মোচন করে দেওয়া হয়। বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি বনেদি ক্লাবের পূজো মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এমনটাই যেদিন দেখা গেল শহরের স্কাইলারক ক্লাবে। এই ক্লাবের পূজো মন্ডপ দর্শনার্থীদের জন্য উন্মোচন করে দিয়ে এলাকার দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। প্যান্ডেল উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিগত দিন একটা নাস্তিকের পরিবেশ ছিল। এর থেকে মানুষ এখন বেরিয়ে এসেছে বলেই রাজ্যে এবছর পুজোর সংখ্যা অনেকটা বেড়েছে। পুজোকে ঘিরে যে আনন্দ উৎসব তা গত কয়েক বছর ধরে কিছুটা হলেও ম্লান হয়েছে। মানুষ বুঝতে পারছে ভগবান ছাড়া কিছুই সম্ভব নয়। একমাত্র তিনিই পারেন সবাইকে রক্ষা করতে।