Thursday, September 12, 2024
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল হার্ট লেন্ড ত্রিপুরা নামে নতুন একটি প্রজেক্টের

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল হার্ট লেন্ড ত্রিপুরা নামে নতুন একটি প্রজেক্টের

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার হার্ট লেন্ড ত্রিপুরা নামে নতুন একটি প্রজেক্টের উদ্বোধন হয়। উদ্বোধন করেন ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আই টি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামাজিক ক্ষমতায়ন ও ন্যায়বিচার, প্রতিমা ভৌমিক, রাজ্যের শিল্প ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী শান্তনা চাকমা প্রমুখ। নেইলিট এবং বিশ্বের অন্যতম বৃহৎ আই টি কোম্পানি ডেলোয়িটের সহায়তায় এবং ভারত সরকারের স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এবং ফিউচার ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। জানা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে আই টি জগতে পা রাখতে শুরু করল বিশ্বের অন্যতম বড় আই টি ফার্ম। এই অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আই টি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর বলেন আগামী দুই তিন মাসের মধ্যে ডেলোয়িটের সাথে সাথে আই বি এম, মাইক্রোসফটকে এমন কি বড় বড় আই টি কোম্পনিকে ত্রিপুরাতে নিয়ে আসবেন এবং এখানে তাদের সেট আপ যাতে করা যায় সে জন্য তিনি খুব উৎসুক হয়ে আছেন। এদিন তিনি বলেন পোস্ট কোভিড পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে তিনি মনে করেন ডিগ্রি অর্জনের সাথে সাথে ডিজিটাল স্কিল অর্জন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমন কি দক্ষতা অর্জনের সাথে সাথে ডিজিটাল স্কিল অর্জন ও অপরিহার্য হয়ে পড়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন তিনি বিশ্বাস করেন রাজ্যেও প্রচুর ট্যালেন্ট যুবারা রয়েছে। গত আগস্ট মাসে সংকল্প নেওয়া হয়েছিল অক্টোবরে তা লঞ্চ করা হবে। আর তা এখন উদ্বোধন করা হয়। তিনি এদিন বলেন তার সাথে এই কোম্পানির মৌখিক কথা হয়েছে আগামী জুন মাসের মধ্যে তারা রাজ্য থেকে কম করে ৩৫০ বেকার যুবক যুবতীদের তাদের কোম্পানিতে নেবে। এমন কি কেউ যদি এখানে ইন্টার্নশিপ করে তবে সেই শিক্ষার্থীকে কোন টাকা দিতে হবে না। এর সবটাই খরচ করবে কেন্দ্রীয় সরকার। এদিন তিনি কেন্দ্রীয় আই টি মন্ত্রীর প্রতি রাজ্যে আগামী দিন ডেলোয়িটের পাশাপাশি আই বি এম, মাইক্রোসফট এমন কি বড় বড় আই টি কোম্পানি আনার জন্য আবেদনও জানান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত যুবাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সচেতন মহলে এমনটাও মনে করা হচ্ছে এর মধ্য দিয়ে রাজ্যে আসতে শুরু করেছে বড় আই টি কোম্পানি। যা রাজ্যের যুবাদের কাছে একটি বড় পাওনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য