Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপূজার অ্যাডভান্সের দাবিতে এবার আন্দোলনে সামিল হলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে আর...

পূজার অ্যাডভান্সের দাবিতে এবার আন্দোলনে সামিল হলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে আর কে নগর স্থিত ভেটেনারি কলেজের ক্যাজুয়াল ও পার্মানেন্ট কর্মীরা

সামনেই রাজ্যের জাতি উপজাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে সর্বত্রই যেন এখন উৎসবের আমেজ। উৎসবের দিনগুলি যাতে পরিবার-পরিজনদের নিয়ে আনন্দে অতিবাহিত হয় তার জন্য প্রতিবছরই সরকারিভাবে বিভিন্ন দপ্তরের অন্তর্গত সমস্ত অংশের শ্রমিক কর্মচারীদের প্রদান করা হয়ে থাকে বোনাস ও অ্যাডভান্স। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্য সরকার এবছরও পূজা অনুদান সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খানিকটা হলেও বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই অধিকাংশ কর্মচারী হাতে পেয়ে গেছেন সরকারি ঘোষণা মোতাবেক বোনাস ও অ্যাডভান্স। কিন্তু একাংশ শ্রমিক কর্মচারী এখনো সরকারের ঘোষিত বোনাস পেলেও এডভান্স থেকে বঞ্চিত। আর এতে করে স্বাভাবিকভাবেই বঞ্চিতদের মধ্যে বাড়ছে ক্ষোভ। যার বহিঃপ্রকাশ এবার লক্ষ্য করা গেল আর কে নগর স্থিত ভেটেনারি কলেজে চত্বরে। রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে আর কে নগর স্থিত ভেটেনারি কলেজের কেজুয়াল ও পার্মানেন্ট স্টাফরা এখনো শারদীয়া উৎসব উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত অ্যাডভান্স হাতে পায়নি। আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এই শ্রমিক কর্মচারীরা। পূজার বোনাস পেলেও এডভান্সের দাবিতে এবার কলেজের কেজুয়াল স্টাফ ও পার্মানেন্ট স্টাফরা সামিল হলেন বিক্ষোভ কর্মসূচিতে। শুক্রবার সকালে কলেজের কেজুয়াল স্টাফ ও পার্মানেন্ট স্টাফরা ঐক্যবদ্ধ হয়ে কলেজের মূল ফটক বন্ধ করে এডভান্সের দাবিতে সোচ্চার হয়। তাদের অভিযোগ প্রতিবছরই সরকারিভাবে তারা বোনাসের পাশাপাশি পেয়ে থাকেন অ্যাডভান্স। কিন্তু ব্যতিক্রম শুধু এবছর। এডভান্স না পাওয়ার ফলে এই শ্রমিক কর্মচারীরা এখন দিশাহারা। তাদের অভিযোগ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে অন্যান্য ফার্ম গুলিতে কর্মরত শ্রমিক কর্মচারীরা বোনাস ও অ্যাডভান্স যথারীতি পেলেও একমাত্র তা থেকে বঞ্চিত এই ভেটেনারি কলেজের ক্যাজুয়াল স্টাফ ও পার্মানেন্ট স্টাফরা। তাই এদিন এডভান্সের দাবিতে শ্রমিকরা সোচ্চার হলে কলেজের কর্মচারীরা আটকে পড়েন। এভাবে বেশ কিছু সময় শ্রমিকদের বিক্ষোভ চলার পর কলেজের আধিকারিকরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিলে এই দিনের মতো আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন ক্যাজুয়াল স্টাফ ও পার্মানেন্ট স্টাফরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য