Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যরাজ্যেও বিশেষ মহড়া কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

রাজ্যেও বিশেষ মহড়া কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

প্রাকৃতিক দুর্যোগ মানব সমাজে কখন আছড়ে পড়ে, তা আগাম বলা অনেকটাই অসম্ভব। আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে যেমন প্রাণহানির সম্ভাবনা থাকে, ঠিক তেমনি বিশাল ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগের ফলে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় মানুষকে উদ্ধার করা সম্ভব সে বিষয়ে আগাম প্রস্তুতি স্বরূপ সচেতনতা গড়ে তুলতে রাষ্ট্রসংঘ ১৩ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসেবে চিহ্নিত করে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর গোটা বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। মূলত দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিবসটি উদযাপন। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও বিশেষ মহড়া কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিবসটি। শুক্রবার সকালে এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার সচিবালয়ে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উদ্যোগে এবং ত্রিপুরা বিপর্যয় ম্যানেজমেন্ট অথরিটির সহায়তায় এদিন সচিবালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া। আচমকা প্রাকৃতিক দুর্যোগের ফলে কিভাবে সচিবালয়ের কর্মচারীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব, তা এই বিশেষ মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এদিনের এই মহড়াকে ঘিরে সচিবালয়ের কর্মচারীদের মধ্যে লক্ষ্য করা গেল উদ্বেগের পাশাপাশি ব্যাপক উৎসাহ উদ্দীপনাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য