Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যহাসপাতালের ড্রেসিং সামগ্রী না থাকায় সাম্প্রতিককালে দুর্ঘটনাগ্রস্ত যুবককে ক্ষতস্থানে ড্রেসিং না করিয়েই...

হাসপাতালের ড্রেসিং সামগ্রী না থাকায় সাম্প্রতিককালে দুর্ঘটনাগ্রস্ত যুবককে ক্ষতস্থানে ড্রেসিং না করিয়েই বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে

রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল হল রাজধানী আগরতলার জিবি হাসপাতাল। প্রতিদিন আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান রোগে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ ছুটে আসেন এই হাসপাতালে। কার্যত বলা চলে জিবি হাসপাতালের উপরই রাজ্যের অধিকাংশ মানুষের স্বাস্থ্য পরিষেবা নির্ভরশীল। এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্যপরিসেবা নিয়ে বারবার উঠছে নানা প্রশ্ন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চিকিৎসায় রাজনীতির অভিযোগ যেন নিত্যদিনের বিষয়। এর মধ্যে আবার রয়েছে পরিকাঠামোগত নানা সমস্যা। এই অবস্থার মধ্যেই এবার নতুন করে এক গুরুতর অভিযোগ উঠে এলো জিবি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে ড্রেসিং সামগ্রীর অভাবে ড্রেসিং না করেই এক যুবককে ফিরিয়ে দেবার অভিযোগ উঠল এবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। সামান্য ড্রেসিং সামগ্রীর অভাবে রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েকদিন আগে আগরতলার ভাল্লুকিয়া টিলা এলাকার এক যুবক দুর্ঘটনার কবলে পড়ে তার পায়ে প্রচণ্ড আঘাত পায়। দুর্ঘটনার পর তার ক্ষতস্থানে ড্রেসিং করার পর নিয়ম মেনে পুনরায় ড্রেসিং করতে জিপি হাসপাতালে ছুটে আসে এই যুবক। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাকে ড্রেসিং না করেই বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়। কারণ একটাই হাসপাতালে কোন ধরনের ড্রেসিং সামগ্রী নেই।ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতাল ছাড়তে বাধ্য হয় এই যুবক। যেকোন স্বাস্থ্য কেন্দ্রেই ন্যূনতম ড্রেসিং সামগ্রী থাকা প্রয়োজন। তার মধ্যে আবার রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল বলে কথা। এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ড্রেসিং সামগ্রী না থাকার কারণে বিনা চিকিৎসাই দুর্ঘটনা গ্রস্ত যুবককে ফিরে যেতে হল বৃহস্পতিবার। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন ও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য