শারদ উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারের খাদ্য ও জন সংভরণ দফতরের তরফে রাজ্যের রেশন কার্ড ভোক্তাদের জন্য রেশন শপের মাধ্যমে ভর্তুকি মুল্যে বেশ কিছু দ্রব্য সামগ্রী প্রদান করা হয়। এবারও দফতরের তরফ থেকে সে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বছর একটু ব্যাতিক্রম ধর্মী হিসেবে এই প্রথম রেশন শপের মাধ্যমে সাড়া রাজ্যের ৯ লক্ষ ৭০ হাজার রেশন কার্ড হোল্ডারদের ২০৫৬ টি রেশন শপের মাধ্যমে ভর্তুকি মুল্যে কার্ড পিছু ১ লিটার সরিষার তেল প্রদান করা হবে। এছাড়া কার্ড পিছু মুসুর ডাল ১ কেজি, ১ কেজি চিনি, ২ কেজি ময়দা, ৫০০ গ্রাম আটা, , ৫০০ গ্রাম সুজি একটি ক্যানভাস ব্যাগে করে প্রদান করা হবে। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি জানান মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত এদিন মন্ত্রী জানান এর আগে কোন সরকার রেশন সপের মাধ্যমে ভর্তুকি মুল্যে সরিষার তেল প্রদান করে নি। বর্তমান সরকারই এই প্রথম তা প্রদান করতে যাচ্ছে। এর জন্য টেন্ডারের মাধ্যমে তিনটি কোম্পানিকে সাড়া রাজ্যে তা প্রদানের জন্য রাজ্য সরকার অনুমতি দিয়েছে। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান যে এটা তাদের নির্বাচনী মেনিফেস্টুতে ছিল যে বছরে চারবার ভর্তুকি মুল্যে রাজ্যের ভোক্তাদের সরিষার তেল রেশন সপের মাধ্যমে প্রদান করা হবে।প্রসঙ্গত যে ক্যানভাস ব্যাগ খাদ্য সামগ্রির সাথে রেশন শপ থেকে দেওয়া হবে তা বিনামুল্যে পুজা উপলক্ষ্যে সাড়া রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারি পরিবারকে প্রদান করা হবে। এই একেকটি ক্যানভাস ব্যাগের মুল্য প্রায় ৬৮ টাকা। এটাও টেণ্ডারের মাধ্যমে করা হয়েছে। এর জন্য অর্থ খাদ্য দফতর প্রদান করছে। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ৬ কোটি ৬৬ লক্ষ টাকা। রাজ্যের বাইরে থেকে তা আনা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে ৩ লক্ষ্য ব্যাগ পৌঁছে গেছে। বাকি ৫ লক্ষ্য ৭২ হাজার ব্যাগ আগামী দুই চার দিনের মধ্যে পৌঁছে যাবে বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া যে সরিষার তেল দেওয়া হচ্ছে তা পাওয়া যাবে ১২৮ টাকা প্রতি লিটার মুল্যে। তিনি এদিন এমনটাও জানান খাদ্য দফতর চিন্তা ভাবনা করছে এতে আরও ১৫ টাকা ভর্তুকি প্রদান করা যায় কি না। যাতে রাজ্যের গরীব অংশের মানুষ খোলা বাজার থেকে কম মুল্যে তা পেতে পারে। তবে এই ১৫ টাকা ভর্তুকি কেবল এক কালীন দেওয়া হবে বলেও এদিন জানান তিনি। এমনটাও জানানো হয় যে অর্থ দফতরে ভর্তুকি দেবার জন্য ফাইল পাঠানো হয়েছে। সেখান থেকে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হবে পরবর্তী সময় ১২৮ টাকা মুল্য থেকে কমানো হবে।