Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যপাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের দিনক্ষন ঘোষণা

পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের দিনক্ষন ঘোষণা

আসন্ন লোকসভা লোকসভা নির্বাচন। এরই মধ্যে বেজে গিয়েছে পাঁচ রাজ্যে ভোটের দামামা। সোমবার একজোটে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষন ঘোষণা করল নির্বাচন কমিশন। মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা এই ৫ রাজ্যেই কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন। সাংবাদিক সম্মেলন করে দিল্লিতে এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে ৩০ নভেম্বর। অন্যদিকে ৫ রাজ্যেই ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। একনজরে ভোটের দিনক্ষণের প্রতি নজর রাখলে দেখা যায় মিজোরামে ভোট ৭ নভেম্বর । ছত্তিশগড়ে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর অর্থাৎ দুটি পর্যায়ে হবে এই রাজ্যে ভোট। মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলঙ্গানায় ভোট গ্রহণ করা হবে ৩০ নভেম্বর। ৫ রাজ্য মিলিয়ে মোট ৬৭৯ বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ১৬.১ কোটি। এর মধ্যে মধ্যপ্রদেশে ২৩০টি, রাজস্থানের ২০০টি, তেলাঙ্গানায় ১১৯টি, ছত্তিশগড়ে ৯০টি এবং মিজোরামের ৪০টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য পাঁচ রাজ্যে লোকসভা আসন ৮৩টি। যার মধ্যে মধ্যে মধ্যপ্রদেশে ২৯টি, রাজস্থানে ২৫টি, তেলঙ্গানায় ১৭ টি, ছত্তিশগড় ১১, মিজোরামে ১টি লোকসভা আসন রয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি ৪ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। এই ৫ রাজ্যের মধ্যে কংগ্রেস ক্ষমতায় আছে ২ রাজ্য রাজস্থান ও ছত্তিশগড়ে। বিজেপি সরকার রয়েছে মধ্যপ্রদেশে। তেলাঙ্গানায় ক্ষমতা রয়েছে কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতির হাতে। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের সরকার ক্ষমতায় রয়েছে। এদিকে ২০২৪ এ লোকসভা নির্বাচন! আর মাত্র মাস কয়েকের অপেক্ষা। তার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যে এক কথায় সেমিফাইনাল সেই বিষয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য