Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদঅপারেশন সঞ্জীবন নামে নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ লাল ছড়া...

অপারেশন সঞ্জীবন নামে নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ লাল ছড়া এলাকার এক বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা ,ব্রাউন সুগার মোবাইল সহ ১৮ ইঞ্চিলম্বা একটি চাকু সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

খোয়াই প্রতিনিধি ৮ই অক্টোবর…..নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ একের পর এক সাফল্য পেয়ে চলেছে।তেমনি ভাবে রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এক অভিযান চালিয়ে খোয়াই থানার পুলিশ ব্রাউন সুগার নগদ অর্থ ও দেশীয় একটি চাকু সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় খোয়াই লাল ছড়া এলাকা থেকে।এই বিষয়ে খোয়াই মহাকুমার পুলিশ আধিকারিক প্রসন মজুমদার জানান যে অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে মহাকুমার লাল ছড়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দেবের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় গোপন সূত্রের খবরে রবিবার দুপুর ১:৩০ মিনিট থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।পুলিশ জানতে পারে খোয়াই লাল ছড়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দেবের ছেলে নেপাল দেব ড্রাগস ব্যবসার সাথে জড়িত হয়েছে দীর্ঘদিন ধরে।যদিও তার বাড়িতে তল্লাশি চলাকালীন নেপাল দেব পালিয়ে যেতে সক্ষম হয়।তখন পুলিশ নেপাল দেবের ঘরে তল্লাশি চালিয়ে নেপাল দেবের ঘর থেকে নগর ২ লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা দুটি মোবাইল,১২ গ্রাম ব্রাউন সুগার ২১০ টি ব্রাউন সুগারের কৌটো,একটি ফয়েল পেপার,নেশা করার জন্য পাঁচটি পাইপ সহ একটি ১৮ ইঞ্চি লম্বা একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা চাকু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুদীপ দেববর্মা ৩১ বাড়ি খোয়াই থানা ধিন বেলছড়া এলাকাতে।তবে পুলিশ আধিকারিক জানান নেশা কারবারি নেপাল দেব কে খোঁজ করছে কয়েক দিনের মধ্যেতাকে গ্রেফতার করা হবে।রবিবার এই অভিযানে অংশগ্রহণ করেন খোয়াই থানার ওসি সুবীর মালাকার,পুলিশ আধিকারিক প্রসন মজুমদার,খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাড়ির ওসি রঞ্জিত সরকার,খোয়াই খানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুর সহ অন্যান্য কর্মীবৃন্দরা ।তবে এই অভিযানে সামিল হওয়া দুই থানার অফিসার দেরকে অভিবাদন জানান পুলিশ আধিকারিক প্রসন মজুমদার।আটক ব্যক্তির বিরুদ্ধে ২১ বি/25/২৭এ/২৯ এন ডি পিএস ধারায় মামলা গ্রহণ করেন। পুলিশ অধিকারী প্রসন মজুমদার এও বলেন এই ধরনের অভিযান দূর্গা পূজার আগে প্রতিনিয়ত চলবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য