Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যআগরতলা শহরতলী নাগিছড়াতে কয়েক কোটি টাকা খরচ করে নব নির্মিত ফিস ট্রান...

আগরতলা শহরতলী নাগিছড়াতে কয়েক কোটি টাকা খরচ করে নব নির্মিত ফিস ট্রান শিপমেন্ট ইয়ার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১২ সেপ্টেম্বর

আগরতলা শহরকে যানজট মুক্ত করার পাশাপাশি রাজধানীর বাজার গুলি সুন্দর পরিচ্ছন্ন ও নির্মল রাখার জন্য রাজ্য সরকার শহরতলী নাগিছড়া এলাকায় তৈরি করে ফিস ট্রানশিপপেন্ট ইয়ার্ড। আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় এই নির্মাণ কাজ। যেখানে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। রাজ্যে এধরনের ব্যবস্থাপনা এই প্রথম। বহির রাজ্য থেকে আমদানি করা মাছের গাড়ি বাজার গুলিতে এতদিন আনলোডিং হওয়ায় একদিকে যেমন যানজট সৃষ্টি হতো, তেমনি আবার বাজারের পরিবেশও অনেকটা অস্বস্তিকর হয়ে ওঠে। তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই অবস্থার পরিবর্তনের জন্যই নাগিছড়ায় তৈরি করা হয় এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড। ফলে এখন থেকে বহির রাজ্য থেকে আমদানি করা মাছের গাড়ি সেখান থেকেই আনলোড করা হবে। এতে করে একদিকে যেমন শহরের যানজট অনেকটা দূর হবে, তেমনি বাজারগুলির সুন্দর পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশও বজায় থাকবে। শনিবার সম্পূর্ণ নির্মাণ কাজটি পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কর্পোরেটর বাপি দাস, তুষার কান্তি ভট্টাচার্য, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক এবং মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে গোটা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন মেয়র।পরে এক সাংবাদিক সম্মেলনে মেয়র জানান আগামী ১২ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরেই এর পথ চলা শুরু হবে। অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন এই জায়গাতে যান চালকদের থাকার জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। শুধু তাই নয়, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রতিষ্ঠানটি দেখাশোনার জন্য তৈরি করা হয়েছে সোসাইটি। সার্বিক পরিকাঠামোর চিত্র তুলে ধরে এদিন মেয়র বলেন সময়ের সাথে তাল মিলিয়েই একের পর এক সিদ্ধান্ত নিয়ে কাজ করছে আগরতলা পৌরনিগম ও রাজ্য সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য