রাজ্য সরকার অতি সম্প্রতি সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার চেয়ারম্যানদের নাম ঘোষণা করে। চেয়ারম্যানদের তালিকায় এবার অধিকাংশই এলেন নতুন মুখ। আবার কয়েকজনের ক্ষেত্রে পদ বহাল থাকলেও পরিবর্তন হলো সংস্থা। এদের মধ্যে রয়েছেন টোটন দাস ও শাহ আলম। টোটন দাস আগে ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগমের চেয়ারম্যান। এবার তাকে দায়িত্ব দেওয়া হলো আইতরমার। শুক্রবার আনুষ্ঠানিকভাবেই আইতরমার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। নিজের দায়িত্ব গ্রহণ করার পরেই তাকে সেদিন অভিনন্দন জানালেন আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। একইভাবে এদিন হজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বিদায়ী চেয়ারম্যান সাহু আলম। অপরদিকে ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের এদিন দায়িত্ব নিলেন অ্যাডভোকেট সমীর কুমার ঘোষ। তিনি বিদায়ী চেয়ারম্যান সন্তোষ সাহার স্থলাভিষিক্ত হলেন।