চাই প্রতি হাতে কাজ, নেশা হীন সমাজ। এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজ সহ রাজ্যের বিভিন্ন অংশের মানুষের জরুরি ছয় দফা দাবিকে সামনে রেখে বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টিওয়াইএফ এর ধারাবাহিক লড়াই অব্যাহত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এই দাবি আদায়ের লড়াই সংগ্রামকে সামনে রেখে বিলোনিয়া ও কুমারঘাটে যুব জমায়েতের পর এবার আগরতলায় অনুষ্ঠিত হলো যুব জমায়েত। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আগরতলা ওরিয়েন্ট চৌমনিতে অনুষ্ঠিত যুব জমায়েতে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এছাড়াও জমায়েতে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এ রহিম, সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ ডি ওয়াই এফ আই এর রাজ্য নেতৃত্ব ও টি ওয়াই এফ এর কেন্দ্রীয় নেতৃত্ব। কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে যুবদের মিছিল শহরের বিভিন্ন পথ কাঁপিয়ে সমাবেশ স্থলে শামিল হয়। যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন বছরে কোটি বেকারের কর্মসংস্থান স্কুলে চাকুরীর প্রতিশ্রুতি পূরণ করার দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। শুধুমাত্র এই দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা সম্ভব হবে বলে মনে করলে ভুল হবে। কেন্দ্রীয় ও রাজ্যের সরকার ভোটের সময় অবাস্তব প্রতিশ্রুতি দেয়। আকাশের চাঁদ এনে দেবার মত কৌশল ও বাদ দেয় না। তাই এই দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকলে নিজেরায় প্রতারণার ফাঁদে আটকে যাবে। বিজেপি সরকারি থেকে সমস্যা সমাধান হবে ভাবলে ভুল। তাই সুসংগঠিত ভাবে বেকার যুবকদের সমস্যার সমাধানের প্রশ্নের বিজেপি সরকারকে ক্ষমতা যুক্ত করার যে রাজনৈতিক সংগ্রাম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ কে। আজকের এই আন্দোলন শেষ নয়, হয়তো আরো আন্দোলন সংঘটিত হবে। কিন্তু দিল্লিতে বর্তমান সরকারটাকে পটানোর যে শ্লোগান একে বিশ্লেষণ করে যুবকদের সামনে উপস্থিতি করে সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।