Tuesday, April 16, 2024
বাড়িখবররাজ্যস্বামীর অত্যাচারের অভিযোগ নিয়ে মহিলা থানার দ্বারস্থ গৃহবধূ

স্বামীর অত্যাচারের অভিযোগ নিয়ে মহিলা থানার দ্বারস্থ গৃহবধূ

বিয়ের দুমাস পর থেকেই স্বামীর অত্যাচারের অভিযোগ আনলেন গৃহবধূ। শুধু অভিযোগই নয় মঙ্গলবার আগরতলা পূর্ব মহিলা থানায় স্বামী ও শশুর বাড়ির লোকদের বিরুদ্ধে দায়ের করলেন অভিযোগও। এদিন অভিযোগ দায়ের করার পর তিনি জানান তার প্রথম বার বিয়ে হয়েছিল রাকেশ আচার্য’র সাথে। কিন্তু তার প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর দীর্ঘ প্রায় ১০ বছর বাপের বাড়িতেই নিজের সন্তানকে নিয়ে থাকতেন গৃহবধূ। এই সময়ের মধ্যে তার প্রথম স্বামী মারা যায় এবং এলাকারই তার বোনের বাড়িতে থাকা অমরপুর রাঙ্গুটিয়া এলাকার এক যুবক সঞ্জয় শিলের সাথে তার প্রণয় হয়। পাঁচ বছর যাবত তাদের এই প্রণয় চলে। পরে উভয়ের সম্মতিতে তাদের বিয়ে হয়। গৃহবধূ জানান যদিও এই বিয়েতে উভয় পক্ষের অভিভাবকদের কেউরই প্রথম অবস্থায় রাজী ছিলেন। সব কিছু জেনে শুনে সঞ্জয় তাকে বিয়ে করে। কিন্তু অভিযোগ বিয়ের দুমাস পর থেকেই তার উপর নির্যাতন শুরু করে সে। এমন কি মদমত্ত অবস্থায় তাকে ও তার সন্তানকে প্রানে মারার হুমকি দেয়। সে এমনটাও জানায় এতে তার স্বামী সঞ্জয়কে তার শশুর বাড়ির লোকরা তার বিরুদ্ধে উস্কানি দিয়ে বিপথে পরিচালিত করছে। তাকে আবার এই গৃহবধূকে ছেড়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন এই গৃহবধূ। খুবই কষ্টে তার সন্তানকে নিয়ে এই গৃহবধূ এই সময় দিনযাপন করছে বলে জানায় এদিন। ঘটনার সুস্থু বিচারের আশায় এদিন আগরতলার পূর্ব মহিলা থানায় এদিন এই সব বিষয় জানিয়ে এদিন অভিযোগ দায়ের করেন এই গৃহবধূ। দেখার বিষয় থানায় অভিযোগ দায়ের হবার পর এই বিষয়টি কি ভাবে সমাধান করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য