Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রদেশ কংগ্রেসের জনজাতির নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি...

প্রদেশ কংগ্রেসের জনজাতির নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি আশীষ সাহা

সামনেই দেশের লোকসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কেন্দ্রীয় শাসক দল থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিল। রাজ্যে রাজ্যে চলছে এখন লোকসভা ভোটের প্রস্তুতি। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই রাজ্য কংগ্রেস দলও। প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হবার পর আশীষ কুমার সাহা পর্যায়ক্রমে বিভিন্ন গণসংগঠনগুলিকে নিয়ে একের পর এক বৈঠক সংঘটিত করে চলেছে। এবার দলের জনজাতি নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক সংঘটিত করলেন তিনি। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত দলের সর্বভারতীয় বৈঠকে অংশ নিয়ে মঙ্গলবারই রাজ্যে ফেরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যে ফিরে এসে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন। বৈঠকের আলোচ্য বিষয় একটাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চল গুলিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বুথ ভিত্তিক সংগঠনকে গড়ে তোলার উপর। এ দিনের বৈঠকে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা জানান রাজ্যের আদিবাসী এলাকায় একটা ভালো সংকট কর্মী সমর্থক যারা বিভিন্ন দলে ছিলেন তাদের একটা অংশ প্রতিদিন যোগাযোগ করে চলেছেন। এই বৈঠক মূলত লোকসভার প্রাক প্রস্তুতি। আদিবাসী এলাকায় সংগঠনকে শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে দল একটা ভালো শক্তি দেখাতে সক্ষম হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য