Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যশিক্ষক দিবসে শিক্ষার্থীদের পাঠদান

শিক্ষক দিবসে শিক্ষার্থীদের পাঠদান

শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস যা ভারতবর্ষ সহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর ৫ তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস। বিংশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন দেশে শিক্ষা দিবস পালনের উদ্যোগ নেয়া হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি দেশে কোনো বিখ্যাত শিক্ষক কিংবা উল্লেখযোগ্য মাইলফলক অর্জনকে উপলক্ষ করে এই দিবস পালন করা হয়। বিশ্বের একুশটি দেশ ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন করে। এই দেশগুলি হল আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, কানাডা, এস্তোনিয়া, জার্মানি, লিথুনিয়া, মেসিডোনিয়া, মালদ্বীপ, মরিশাস, প্রজাতন্ত্র মোল্দাভিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য। এছাড়া এগারোটি দেশ ২৮ ফেব্রুয়ারি শিক্ষক দিবস পালন করে। এই দেশগুলি হল মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, সুদান ও ওমান। আমাদের দেশ ভারতবর্ষে প্রথাগতভাবে হিন্দু পঞ্জিকা অনুসারে বঙ্গাব্দের আষাঢ় মাসে অর্থাৎ ইংরেজি কেলেন্ডারের জুন–জুলাই মাসের পূর্ণিমায় যা গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় , সেই দিনটিতে আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষকদের মঙ্গল কামনায় নিবেদিত হয়ে তা পালন করা হয়। পাশাপাশি ১৯৬২ সাল থেকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক, শিক্ষক ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনে অর্থাৎ ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। অন্যান্য আন্তর্জাতিক দিবসগুলোর মতো একই সাথে সারা বিশ্বে পালিত না হয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হওয়ার এটি একটি মুখ্য কারণ। তবে সাড়া দেশের সাথে ত্রিপুরাতেও এই দিনটি পালনের নিরিখে এর আগের দিন অর্থাৎ ৪ ঠা সেপ্টেম্বর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে এই দিন সিনিয়র ছাত্র ছাত্রীরা জুনিয়র ছাত্র ছাত্রীদের শ্রেণী কক্ষে পাঠ দান করে থাকে। এই চিত্র সোমবারও রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলার মহারানী তুলসিবতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেতাজী সুভাস বিদ্যানিকেতন সহ বিভিন্ন বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়। এই বিষয়ে এদিন আগরতলার বনেদি বিদ্যালয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানান সিনিয়র ছাত্র ছাত্রীরা জুনিয়র শ্রেনীর ছাত্র ছাত্রীদের পাঠ দান করছেন জাতীয় শিক্ষক দিবসকে সামনে রেখে। তাদের পাঠদানের সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের পাঠদান মুল্যায়ন করে স্কোর প্রদান করবেন। এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্র ছাত্রীকে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। এবছর বিগত সময়ের চেয়ে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণ অনেকটা উল্লেখযোগ্য সংখ্যক বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে যেমন তা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে তেমনি কেন্দ্রীয় সরকারের তরফে যেমন এই দিনটিকে সামনে রেখে দেশের বরেণ্য শিক্ষক- শিক্ষিকাদের তাদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়ে থাকে তেমনি রাজ্য স্তরেও রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও পুরস্কৃত করা হয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য