Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যদাবি আদায়ের লক্ষ্যে ১৪ ই সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে পার্লামেন্ট অভিযান -...

দাবি আদায়ের লক্ষ্যে ১৪ ই সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে পার্লামেন্ট অভিযান – পবিত্র কর

গোটা দেশের রাবার চাষীদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া নিয়ে আগামী ৭-৮ সেপ্টেম্বর ত্রিবান্দমে অনুষ্ঠিত হবে রাবার উৎপাদক সমিতির সর্বভারতীয় কনভেনশন। আর এই সর্বভারতীয় কনভেনশনের পরেই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ ই সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে পার্লামেন্ট অভিযান। সর্বভারতীয় এই দুই কর্মসূচিকে সামনে রেখে শনিবার আগরতলা মেলার মাঠ স্থিত কৃষক খেতমজুর ভবনে অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির চতুর্থ রাজ্য কনভেনশন। একদিনের এই কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাবার চাষীরা প্রতিনিধি হিসেবে অংশ নেয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। এছাড়াও ছিলেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ রাবার উৎপাদক সমিতির রাজ্য নেতৃত্ব। কনভেনশনে গোটা দেশের পাশাপাশি রাজ্যের রাবার চাষীদের বর্তমান অবস্থা এবং তা থেকে উত্তরণের জন্য আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় সর্বভারতীয় কনভেনশন ও পার্লামেন্ট অভিযানে রাজ্য থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। এদিনের এই কনভেনশন প্রসঙ্গে কৃষক নেতা পবিত্র কর বলেন, রাজ্যে গত কয়েক বছরে রাবার চাষীরা এক কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন। রাজ্যের লক্ষাধিক লোক এই পেশার সাথে যুক্ত। দিন দিন যেভাবে রাবারের মূল্য হ্রাস পাচ্ছে তাতে করে উদ্বিগ্ন চাষিরা। এর মধ্যে আবার রাজ্যে কত পাঁচ বছরে এক ইঞ্চি জমিতেও নতুন করে রাবার বাগান হয়নি। তিনি আরো বলেন রাবার উৎপাদক সমিতির দাবি মূলে টায়ার কোম্পানিগুলি ত্রিপুরার রাবার বোর্ডকে ১১০০ কোটি টাকা প্রদান করলেও, এর জন্যও কোন উদ্যোগ নেই। শেষ পর্যন্ত চাপের ফলে রাবার বোর্ড তিনটি কর্পোরেশনকে ভাগ করে দিলেও এখনো পর্যন্ত চাষ শুরু হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য