Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত রোগীর পরিজন

নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত রোগীর পরিজন

হাসপাতালে নিরাপত্তার কাজে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে প্রায় সময় উত্তপ্ত হয়ে উঠছে হাসপাতাল চত্বর। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা আইজিএম হাসপাতালে। শহরতলী সানমুরা এলাকার অভিজিৎ দাস তার গর্ভবতী স্ত্রীকে গতকাল নিয়ে আসে সন্তান প্রসবের জন্য। সেখানে তার সঙ্গে আসেন তার দুই বোন। প্রয়োজন অনুসারেই তারা রাত্রি যাপন করেন হাসপাতালে। আর তখনই হাসপাতালের নিরাপত্তার কাজে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কোন ধরনের কারণ ছাড়াই তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। এমনকি তাদের স্বর্ণালংকারও ছিনিয়ে নেবার চেষ্টা করে। শুধু তাই নয় অভিজিৎকে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রাতে প্রচন্ড মারধরও করে। এনিয়ে শনিবার তীব্র উত্তেজনা দেখা দেয় গোটা আইজিএম হাসপাতাল চত্বরে। পরবর্তী সময়ে বাধ্য হয়েই পরিবারের লোকজন অভিযুক্তদের শাস্তি চেয়ে দারস্ত হলেন পুলিশের। হাসপাতালের নিরাপত্তার কাজে নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এধরনের অভিযোগ নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই রোগী ও তাদের পরিজনদের সাথে অশালীন আচরণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তবে শারীরিকভাবে হেনস্থা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেবার চেষ্টাকে ঘিরে নতুন করে আতঙ্ক দেখা দেয় এখন সচেতন নাগরিকদের মধ্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য