ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিবেশীদের সঙ্গে পারস্পারিক সম্পর্ক বিষয়ক একদিনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো আগরতলায়। শনিবার(২ সেপ্টেম্বর) রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত ” কানেকটিং ত্রিপুরা, ফ্রম ল্যান্ড লক টু ল্যান্ড লিংকড” শীর্ষক এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সরকারি হাই কমিশনার আরিফ মোহম্মদ, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব ইউ কে চাকমা, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র(সি আই আই) কো চেয়ারম্যান ডা. পালিন খুন্দবাম। এদিনের এই আলোচনা সভায় ভারতের রেলমন্ত্রণালয়, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধি, ত্রিপুরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ বাণিজ্য ও যোগাযোগ বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভার বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা বলেন, একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্য থেকে ভারতের অন্য প্রান্তে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। একবার দেশের অন্যপ্রান্তে যাওয়ার জন্য ন্যূনতম তিন মাস আগে থেকে প্রস্তুতি নিতে হতো। আর এখন আগরতলা থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত ২১ টি উড়োজাহাজ চলাচল করছে। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আগরতলার সরাসরি ট্রেন পরিষেবা রয়েছে। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির নিজেদের মধ্যে যোগাযোগ আরো উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান রাখেন।