বুধবার কমরেড ডাক্তার অজিত রায় চৌধুরীর শহীদান দিবস উপলক্ষে ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে বিদ্যাসাগর পার্টি অফিসে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াই এফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সাধারণ সম্পাদক নবারুণ দেব এবং প্রাক্তন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। এদিন শ্রী কর সংবাদমাধ্যমকে জানান মেরে, কেটে, লাল ঝান্ডাকে নত করা যাবে না, লাল ঝান্ডা হল সাধারণ শ্রমিক মেহনতী অংশের মানুষের আওয়াজ সুতরাং সাধারণ মানুষের স্বার্থে লাল ঝান্ডা আগামীদিনেও কাজ করে যাবে। তাছাড়া এদিন তিনি শহীদ কমরেড ডক্টর অজিত রায় চৌধুরী প্রসঙ্গে বলতে গিয়ে জানান উনার এলাকায় উনি ছিলেন সবার গণমান্য ব্যক্তি এবং শিক্ষক হিসেবেও ছিলেন অত্যন্ত প্রিয়, তাছাড়া রাজনীতির আঙিনায় উনার অবদান ছিল অফুরন্ত। তাই উনার দেখানো পথকে পাথেয় করে সাধারণ মানুষের স্বার্থে সংগঠন আগামী দিনেও কাজ করে যাবে বলে জানিয়েছেন তিনি।