রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতি বছরের মত এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাতে রাখী পরিয়ে দেন মহিলারা। আয়োজন করা হয় মিষ্টি মুখেরও। বুধবার রাজ্য অতিথিশালায় এই রাখি বন্ধন উৎসব আয়োজিত হয়। এক সাক্ষাৎকারের সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, মহিলারা স্বনির্ভর হলে রাজ্যের জন্য, সমাজের জন্য এবং আগামী প্রজন্মের জন্য মঙ্গলজনক।পাশাপাশি তিনি এদুন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেনরাখি বন্ধন উৎসবে গ্যাসের দাম কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দিলেন দেশের সকল মহিলাদের পাশে রয়েছেন তিনি। রান্নার গ্যাসের দাম একধাপে ২০০ টাকা কমানো প্রসঙ্গে বুধবার এভাবেই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখনই কোনো কিছু করেন সেটাই ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে যায়। কেউ ভাবতে পারেনি রাখী বন্ধন উৎসব উপলক্ষে এই ঘোষণা দেবেন তিনি। রান্নার গ্যাসের দামের বিষয়টি সরাসরি মহিলাদের ওপর প্রভাব পড়ে। সাংসদ শ্রী দেব বলেন, দেশের সকল মহিলাদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছেন যে মহিলাদের পাশে রয়েছেন তিনি। এবং মহিলাদের জন্য তিনি কাজ করে যাবেন।