Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর বাসভবনের উপর ড্রোন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক

মুখ্যমন্ত্রীর বাসভবনের উপর ড্রোন চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে বুধবার সকাল থেকেই চলছিল রাখি উৎসবের তরজোড় ।এই নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে নিরাপত্তা ব্যবস্থাও দৃঢ় করা হয়েছিল ।এই সময় হঠাৎই কিছু নিরাপত্তা রক্ষীরা দেখতে পান, মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের উপরে চক্কর কাটছে একটি ড্রোন ।সাথে সাথে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান ।খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার সহ পশ্চিম থানার বিশাল পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ছুটে যায়। কোথা থেকে এই ড্রোনটি উড়ানো হচ্ছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু হয় ।অভিযান কালে নিরাপত্তা কর্মীরাই লক্ষ্য করেন উমাকান্ত একাডেমির একটি কোণা থেকে এক যুবক এই ড্রোনটি উড়াচ্ছে। পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করে এবং তার ড্রোনটি সিজ করে। যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার নাম শান্তনু মল্লিক ।বাড়ি প্রতাপগড় এলাকায়। সাথে সাথে তাকে ড্রোন সহ পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান ,ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকাটি ভিআইপি জোন হিসেবে পরিচিত ।এই এলাকাতেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্যের সরকারি আবাস। পাশাপাশি এর ১০০ মিটারের মধ্যেই রয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর। এই ধরনের ভিআইপি ড্রোন এলাকায় পুলিশের অনুমতি ছাড়া ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই ড্রোন কান্ডকে কেন্দ্র করে রাজধানীতে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য