Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বড়জলা মন্ডল সংযুক্ত মোর্চার মণ্ডল সম্মেলন

অনুষ্ঠিত হলো ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের বড়জলা মন্ডল সংযুক্ত মোর্চার মণ্ডল সম্মেলন

মাঝে আর কয়েক মাস বাদেই অনুষ্ঠিত হবে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচন লোকসভা ভোট। আসন্ন এই ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে। বিশেষ করে কেন্দ্রের শাসকদল বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করতে এখন মরিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে গোটা দেশ জুড়ে চলছে এখন বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও গত ৩০ মে থেকে শুরু হয়েছে এক মাস ব্যাপী নানা কর্মকাণ্ড। যে কর্মসূচি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। নরেন্দ্র মোদির উদ্যোগে গত নয় বছরে দেশে যে ধরনের উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলি জন সম্মুখে তুলে ধরেই বিজেপি আগামী লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে চাইছে। তাই গোটা রাজ্য জুড়ে চলছে এখন বিজেপি ও তার গণসংগঠনগুলির উদ্যোগে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা শহরতলী কো-অপারেটিভ স্থিত বিজেপির মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হলো বড়জলা মন্ডল সংযুক্ত মোর্চার মণ্ডল সম্মেলন। সম্মেলনে বিজেপির বিভিন্ন মোর্চার মন্ডল নেতৃত্ব অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ কুমার দাস। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দল পরাজিত হলেও আসন্ন লোকসভা নির্বাচনে যাতে বিরোধীদের টেক্কা দিয়ে ভোট ব্যবধান বাড়িয়ে জয় সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এদিনের এই বৈঠক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে বেশি করে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর এদিন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই সম্মেলনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য