মঙ্গলবার রাতে যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় পাঁচ জন নেশা কারবারিকে আটক করে এলাকাবাসীরা জানাজায় ওই পাঁচ যুবক এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করতেন মঙ্গলবার গভীর রাতে TR01Q 0656 নাম্বারে একটি মারুতি গাড়ি নিয়ে এলাকায় ঘুরে নেশা সামগ্রী বিক্রি করার সময় এলাকাবাসীরা একত্র হয়ে মারুতি গাড়িসহ পাঁচ যুবককে হাতেনাতে ধরে ফেলে পরে তাদের কাছ থেকে বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে এলাকাবাসী পাঁচজন যুবক কে দেওয়া হয় উত্তম মাধ্যম ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পাঁচজন যুবককে উদ্ধার করে পূর্ব থানায় নিয়ে আসে এলাকাবাসীরা অভিযোগ করেন পাঁচজন যুবক প্রতিনিয়ত এলাকায় নেশা সামগ্রী বিক্রি করার ফলে ধ্বংসের মুখে যাচ্ছে যুবসমাজ ৫ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানার এলাকাবাসীরা