বাধাঘাট থেকে নিশ্চিন্তপুর অর্থাৎ চারিপাড়া পঞ্চায়েত রেলওয়ে স্টেশন এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত প্রায় ৮৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, মঙ্গলবার মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন।মন্ত্রী নির্মাণস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে বলেন, দ্রুতগতিতে কাজ চলছে এবং আশা করা যাচ্ছে ৫ থেকে ৬ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। সুশান্ত চৌধুরী আরো উল্লেখ করেন, চারিপাড়া পর্যন্ত সংযোগ হবে ব্রডগেজ এবং চারিপাড়া থেকে বাংলাদেশে মিটারগেজ হবে।চৌধুরী গণমাধ্যমকে বলেন, “অনেক প্রতীক্ষিত প্রকল্পটি শীঘ্রই কাজ শুরু করবে এবং বাংলাদেশের সাথে সহজ বাণিজ্যের জন্য মানুষের চাহিদা পূরণ হবে”।