Saturday, July 27, 2024
বাড়িখবরখেলাউৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট

বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজ। এতে স্থানীয় আরো দুটো দল ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং নীলজ্যোতি ট্যুর এন্ড ট্র্যাভেলসও অংশ নিয়েছে। টুর্নামেন্টের শুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত ভাষণে মুখ্যত দু’দেশের মেলবন্ধনে এ ধরনের আয়োজনে উদ্যোক্তা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ভূয়ষী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক তপাজ্জল হোসেন, কর্পোরেটর অলক রায়, টি আই ডি সি চেয়ারম্যান নবাদল বনিক, সভাপতি প্রণব সরকার, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শ্রীমতি ওসীন চাকমা প্রধান অতিথিকে সংবর্ধনা জানান। ইউনিয়নের যুগ্ম সম্পাদক অভিষেক দে এবং কার্যকরী সদস্য সমরেশ দে অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কার্যকরী সদস্য সুপ্রভাত দেবনাথ। এ.ডি. নগর স্কুল গ্রাউন্ডে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় নীলজ্যোতি ট্যুর এন্ড ট্রাভেলস জয়ী হয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। চারদিন সফরের তৃতীয় দিনে আগামীকাল বৃহস্পতিবার সফরকারী চট্টগ্রাম জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের প্রতিনিধি দল রাজ্যের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন। ইন্দো- বাংলা ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল আসর দারুণভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকল এসোসিয়েট পার্টনার তথা কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রণালয়, নীলজ্যোতি ট্যুর এন্ড ট্রাভেলস, ওএনজিসি ত্রিপুরা এসেট, আইএলএস হসপিটাল থেকে শুরু করে কো-স্পন্সর সকলকে ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য