Thursday, December 5, 2024
বাড়িখবরখেলাউদয়পুরে রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৭ বালিকা স্কুল ফুটবলের উদ্বোধন রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো...

উদয়পুরে রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৭ বালিকা স্কুল ফুটবলের উদ্বোধন রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে : অর্থমন্ত্রী

রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। রাজ্যের ছেলেমেয়েরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সেজন্যই সরকার এই উদ্যোগ নিয়েছে। আজ উদয়পুরে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকা স্কুল ফুটবলের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্ৰ মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সমাজসেবী মিন্টু চক্রবর্তী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা ও ত্রিপুরা স্পোর্টস স্কুল অংশ নিয়েছে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে খোয়াই জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য