ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘দক্ষ প্রশাসক হিসাবে হিমাংশু মোহন চৌধুরী সুপরিচিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে প্রশাসনিক স্তরে দায়িত্ব পালন এবং তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই দীর্ঘকাল স্মরণে থাকবে। তাঁর প্রয়াণে আমরা একজন কৃতি সন্তানকে হারালাম।’ শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত হিমাংশু মোহন চৌধুরীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।