Saturday, July 27, 2024
বাড়িখবরদেশ-বিদেশপ্রত্যেক ব্যক্তিকে সচেতন করতে হবে কীভাবে তাঁরা পৃথিবীকে বাঁচাতে পারেন - নরেন্দ্র...

প্রত্যেক ব্যক্তিকে সচেতন করতে হবে কীভাবে তাঁরা পৃথিবীকে বাঁচাতে পারেন – নরেন্দ্র মোদী

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সকলকে একযোগে লড়াইয়ের ময়দানে নামতে হবে। বিশ্বব্যাঙ্কের অনুষ্ঠান ‘মিশন লাইফে’ বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রতিটি পরিবার এবং প্রত্যেক ব্যক্তিকে সচেতন করতে হবে কীভাবে তাঁরা পৃথিবীকে বাঁচাতে পারেন।” তিনি আরও বলেন, “চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে।”প্রসঙ্গত, বিশ্বব্যাঙ্কের তরফে ‘হাউ বিহেভিয়ারাল চেঞ্জ ক্যান ট্যাকল ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কিভাবে আগামীতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে সে বিষয়ে তাঁর নানা মত তুলে ধরেন। তাঁর স্পষ্ট দাবি, এ বিষয়ে অবশ্যই শুরু করতে হবে গণআন্দোলনের প্রস্তুতি। তাতেই হবে সামগ্রিক পরিবর্তন। এমনকী এই কাজে যে ভারত অনেক আগেই নেমে পড়েছে সে কথাও বলেছেন তিনি। এ ক্ষেত্রে ভারতবাসীদের উদ্যেগের প্রশংসাও করেছেন তিনি। কয়েক বছরে এর জন্য ভারতের অনেক কিছুই করা হয়েছে বলেও বিশ্বব্যাঙ্কের অনুষ্ঠানে উল্লেখ করেছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য