Tuesday, March 5, 2024
বাড়িখবরদেশ-বিদেশ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু ৫ জনের

২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু ৫ জনের

ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল রাজধানীতে । গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। আর সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৪০০। ফলে পজিটিভিটি রেট ৩১ শতাংশ পেরোল। এটা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ বলেই দাবি দিল্লি স্বাস্থ্য দফতরের।দিল্লি স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন। যদিও বৃহস্পতিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। বৃহস্পতিবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ১,৫২৭ জন। তবে আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ৩১.৯ শতাংশে। এর আগে দিল্লিতে সর্বোচ্চ পজিটিভিটি রেট ছিল গত বছরের ১৪ জানুয়ারি, ৩০.৬ শতাংশ।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। যদিও ৫ জনের মধ্যে ৪ জনের কো-মর্বিডিটি সহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল এবং ১ জনেরই প্রাথমিক মৃত্যুর কারণ, করোনা।করোনা সংক্রমণ ঠেকাতে অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও ফের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪,৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যেই ১,৩৯৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পেরোলেও হাসপাতালে করোনা রোগী ভর্তির হার খুবই কম। কো-মর্বিডিটি ছাড়া করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। মাত্র ২৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে বর্তমানে বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ২,৯৭৭ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য